ঠাকুরমার ঝুলি – গ্রন্থ সংকলক দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার

আবহমান বাংলার একান্নবর্তী পরিবারগুলোর ছোট-খাটো সুখ-আনন্দ, হাসি-তামাশা আর বিনোদনের উপকরণ ছিল সন্ধ্যা কিংবা দুপুরে দাদীমার পাশে বসে রাজ্যের রাজা-রাণী, দৈত্য, ভূত-পরী আর বাঘ-ভাল্লুকের গল্প শোনা। এখনকার আধুনিক বাচ্চাদের মতো তখন ছিল না কোন টাচস্ক্রীন মোবাইল কিংবা কম্পিউটারের থ্রিডি গেম।
কিন্তু, বাল্যকালের ফেলে আসা সেই সোনালী দিনগুলোতে দাদুর বলা রুপকথার গল্প আর ঠাকুরমার ঝুলিতে পুরে রাখা মজার মজার কল্পকাহিনী এখনো ঝিলিক এনে দেয় চোখে।
স্মৃতিকাতর হয়ে পড়ি আর হারিয়ে যাই পুরোনো অতীতে..

Related posts

মেমসাহেব

পদ্মানদীর মাঝি

সূর্য দীঘল বাড়ি