মেমসাহেব

“ইচ্ছে কর মেমসাহেবকে টেনে নিই বুকের মধ্যে। ইচ্ছে করল আদর ভালোবাসায় ওকে স্নান করিয়ে দিয়ে বলি, সেদিন তোমাকে হাজারগুণ বেশি ভালোবাসব। কিন্তু পারলাম না। কম্পার্টমেন্টে আরো ক’জন যাত্রী ছিলেন। তাই শুধু মেমসাহেবের হাত টেনে নিয়ে বললাম- আমাকে নিয়ে আজও তোমার দুশ্চিন্তা হয়? মেমসাহেব তাড়াতাড়ি দু’হাত দিয়ে আমার হাতটা চেপে ধরে বলল- না না। আমি জানি, তুমি আমাকে অনেক বেশি ভালোবাসবে। আমি জানি তুমি আমাকে সুখি করবে।”
লেখকের নাম: নিমাই ভট্টাচার্য।
ভালোবাসায় ভরপুর মেমসাহেব

Related posts

পদ্মানদীর মাঝি

সূর্য দীঘল বাড়ি

ঠাকুরমার ঝুলি – গ্রন্থ সংকলক দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার