বর্ণ সংখ্যার সেরা লেখক আশা মনি ও মুহম্মদ আমির উদ্দিন

সাহিত্য বিজ্ঞান ম্যাগাজিনের বর্ণ সংখ্যা ২০২৩ এর সেরা লেখক হিসেবে নির্বাচিত হয়েছেন লালমনিরহাটে আশা মনি ও গাজীপুরের মুহম্মদ আমির উদ্দিন।

জানুয়ারি ২০২৩ এ প্রকাশিত হয় সাহিত্য বিজ্ঞান ম্যাগাজিনের বর্ণ সংখ্যা। আর এই বর্ণ সংখ্যায় প্রকাশিত হয়েছিল লালমনিরহাটে আশা মনির লেখা গল্প “শান্তি অন্বেষণে” ও মুহম্মদ আমির উদ্দিনের লেখা কবিতা “মসজিদ”।

প্রতি সংখ্যায় সাহিত্য বিজ্ঞান সেরা লেখক নির্বাচন করে এবং পাশাপাশি সেরা লেখকে পুরস্কার প্রদান করে। তার ধারাবাহিকতায় আশা মনির লেখা গল্প “শান্তি অন্বেষণে” ও মুহম্মদ আমির উদ্দিনের লেখা কবিতা “মসজিদ” সেরা হিসেবে নির্বাচিত করা হয়।

সেরা লেখক হিসেবে নির্বাচিত লেখকরা অনেক অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। পুরস্কার স্বরুপ স্মারক ক্রেস্টটি হাতে পেলাম তারা অনেক আনন্দ প্রকাশ করেন।

সাহিত্য বিজ্ঞান একটি বিজ্ঞান ও সাহিত্যের সমন্বিত একটি ভিন্ন ধর্মী ম্যাগাজিন। যা নিয়মিত প্রকাশ হয়ে আসছে। পত্রিকা আকারে প্রকাশ হওয়ার পাশাপাশি বিভিন্ন লেখা সাহিত্য বিজ্ঞানের ওয়েবসাইটেও প্রকাশ করে থাকে।

খুব অল্প সময়ের বাংলা ভাষার মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে ম্যাগাজিনটি। যে কোনো বয়সের লেখক ম্যাগাজিনটিতে লেখা জমা দিতে পারেন। প্রকাশিত লেখাগুলোর মধ্যে সেরা হিসেবে নির্বাচিত হলে পুরস্কার প্রদান করে থাকে সাহিত্য বিজ্ঞান।

Related posts

সাহিত্য বিজ্ঞান ম্যাগাজিন বিক্রির অর্থে সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল ব্যাগ

ম্যাগাজিন বিক্রির অর্থে শিক্ষা উপকরণ পেল সুবিধাবঞ্চিত শিশুরা

সূচনা সংখ্যায় সেরা লেখক হিসেবে নির্বাচিত হলেন অরুণ বর্মন