মেয়ে তুমি

মেয়ে, তুমি বাধ্য,
মেয়ে, তুমি পরাধীন
মেয়ে ,
তোমার নেইকো অধিকার বেচেঁ চলা স্বাধীন!
মেয়ে ,তুমি ক্ষণে ক্ষণে অপমানিত
মেয়ে, তুমি নিশ্চুপ হয়েও ঘৃণিত!
মেয়ে ,জোরে হাঁটলে তুমি অবাধ্য
মেয়ে, আস্তে হাঁটলে তুমি দুর্বল!
মেয়ে, তুমি মাথা উঁচু করে থাকলে তুমি অহংকারী
মেয়ে,
 তুমি মাথা নিচু করে থাকলে তুমি অপরাধী!
মেয়ে ,তুমি দেখতে পারবেনা আলো আশার
মেয়ে, হয়তোবা কখনো পাবে না তুমি তোমার সঠিক বিচার!
মেয়ে তুমি করতে যেওনা চিৎকার
    লোকে কি বলবে??
 বয়ে চলতে দাও মনের মাঝে এই হাহাকার
পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ তুমি
 প্রতিবাদী হলে বড্ড বেয়াদব তুমি!
কত ফেলবে তুমি আর এই চোখ থেকে জল?
জল ছাড়া যে চোখ টা অচল
ত্যাগ না করতে পারলে তুমি স্বার্থপর
একটু ভুলে তুমি যে নিমিষেই পর!
মেয়ে, তুমি এই সমাজে জন্ম হওয়া টাই ভুল
 তুমি সারাজীবন চাইলেও দিতে পারবে না এর মাশুল!
       মেয়ে মায়াবিহিন জীবনের তুমিই প্রাণ
   তোমায় ছাড়া যে এ জগৎ নিষ্প্রাণ…

Related posts

শূন্যের শাসন

কোটা আন্দোলন

তোমার আলো