নতুন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আমি
স্বপ্ন বিলাসী মনে রং ধনু ছবি আঁকি।
রঙিন শাড়ি আর স্বপ্ন দেখি
পুস্তকের নাম আর জীবন গড়ার
স্বপ্ন বিশ্ববিদ্যালয়ের প্রতি ইটের ভীতে।
মনটা আমার প্রজাপতি
আর জীবন উপন্যাসের প্রথম পাতা।
যত পাতা উল্টে তত বুঝতে শিখি
জীবন মানে এক, এক বসন্তে
কাঁটা ফুলের বীনী সূতায় মালা
স্বপ্ন বিলাসী মনে রং ধনু হয়ে আঁকা।