কেউকে কিছু গোপন কথা বলতে নেই
জীবনের সুখের গল্প কেউকে শুনাতে নেই।
দু:খের কথা শুনলে সবাই খুব খুসি হয়
তুমি ভাল থাকবে এটা কারো কাম্য নয়।
কারো মিষ্টি কথায় ভুলে যেয়ো না কিন্তু
তার কথায় কতবিপদ আসতে পারে জানো?
জানো না, একটু হাসি দিয়ে মন গলিয়ে চেপে বসবে ঘাড়ে
চুষে খাবে রক্ত, তচনচ করে দেবে তোমার জীবন।
তোমার সারা জীবনের গুছানো সম্পদ হারিয়ে যাবে
সেই ভাল ভাল কথা বলার লোকটির জন্য।
কেউকে বিশ্বাস করে আপন ভেবে কিছু বলতে নেই
সবকিছু জেনে তোমার ক্ষতি একদিন করবেই।
যেচে কারো উপকার করতে নেই,যদি ভাল থাকতে চাও
অন্যের জিনিস খেয়ো না,নিজের যা আছে তাই খাও।
গোপন কথাও কাওকে বলো না,সে তোমার শত্রæ হবে একদিন
তোমার অস্ত্র দিয়েই তোমায় আঘাত করবে,বুঝবে তুমি সেদিন।
স্বার্থের জন্য মানুষ সবকিছু করে,স্বার্থ ফুরালেই সব শেষ
জীবনের মাঝে আর ভাল কিছু খুঁজে, পাব কি অবশেষ।