ব্যথিত নীলাভ চোখ-২

এই ব্যথিত নীলাভ চোখে

জেগে থাকেসে

একদা সবুজ পাতায় প্রেমের পত্রে

হৃদয়ের কথা লিখেছিল যে।

দিন শেষে সূর্যের আলো নিভে যাবে

ফাগুনের দিন ফুরাবে

নিভে নাতো মনের আগুন

নির্জণ ভাবনায় জ্বলে আরও দ্বিগুন।

হৃদয়ে জ্যোৎস্নার ভেতর শূণ্য তার খেলা

শব্দ হীন বিরহের মেলা

পৃথিবীতে প্রেমের অপর নাম কি-

বিপন্ন বিষ্ময়!

নাকি তারও অধিক কোন লেনা দেনা;

আজও তা জানা হলো না।

এই ব্যথিত নীলাভ চোখে

জেগে থাকে সে

ভরা পূর্ণিমা রাতে ভালোবেসে কথা দিয়েছিল-

অথচ একদা হারিয়ে গেছে যে।

 

Related posts

শূন্যের শাসন

কোটা আন্দোলন

তোমার আলো