পৃথিবীকে করে যেতে চাই শূন্য মরুভূমি
মাইলের পর মাইল দূরত্ব হেঁটে
সাহারার কোল ঘেঁষে
ঢুলে পড়া দগদগে আগুনে পোড়া সূর্য টায়
ঝিম ধরা;
ধুম্র মৌনতার সাঁঝ;
তবুও মেটে নাই আসমান সাহারার বিপ্রতীপ বুক।
বুকের বারুদে জ্বলছে শত সহস্র কালপুরুষ।
শুক্ল চতুর্দশীর নিশীথে ভিজে স্বপ্নেরা
আবারিত
কলঙ্ক রশ্মির নেহার রঞ্জনে
কোনো এক কিশোরীর দুধ ধবধবে সাদা মুখাকৃতি উঠেছিলো ভেসে
প্রেত আঁখির মত মিলায়ে যায় স্বপ্নের মরিচীকায়
চাঁদের জোছনার আলোয় স্মৃতির কবর-
উজাড় হয় হেমন্তের বিদায়ে।
কবেকার নিবিড় এক রাশি এলোকেশের ধানগন্ধ
বালুর কারবালায় ফ্যানাইয়ে আনে অন্ধকারে সাজ,
নিস্তব্ধ রাত্রিরে তন্দ্রায় চলে
প্রহসনের পরিহাস!
প্রেম পরসার ঘোর ভেঙে দেয় বিষ পঙ্কিল শ্বাস।
আঁধারের যবনিকায় মন্বন্তরের মতো
মৃগ তৃষ্ণা অনুর্বর স্বপ্নের প্রান্তর।
নিমেষে অর্ধ-অনাবৃত চোখে শ্মশানের ছাই হয়; স্মৃতি স্মারক
ভুলে যাই আরব উপন্যাসের দিতে দুফোঁটা অশ্রুজল
চিতা বহ্নির কামনার সাহারা জ্বলে মরে
ধ্রুব তারা
আর এক বিরহী বিমনা।
বিচ্ছেদের নিশায় তলিয়ে যায় সুগভীর প্রেম।
শূন্যতাকে শূন্যতা দিয়ে মুছে দিয়ে যাই
ফেলে আসি ফসলি জমি
আমি দুর্বার দুর্বোধ্যতার বাঁধা ভেঙে দিয়ে
পিছু ফেলে রেখে যেতে চাই স্মৃতি
আমার পায়ে পায়ে জড়িয়ে ধরে আগাছার স্মৃতি
পৃথিবীকে করে যেতে চাই শূন্য মরুভূমি।