পোশাক আইন

বিশ্বকাপের উত্তেজনা
চলছে বিশ্ব জুড়ে,
দেখছে খেলা কাতার গিয়ে
হোক না যত‌ই দূরে।
 
কাতার সরকার করল আইন
বিশ্বকাপের তরে,
স্টেডিয়ামে দেখবে খেলা
ভদ্র পোশাক পরে।
 
শালীনতা বজায় রাখবে
সকল পুরুষ নারী,
অশালীন সব পোশাক যত
দিতে হবে ছাড়ি।
 
ছাড়তে হবে জুয়া মদ পান
বিশ্বকাপের ধরায়,
নতুবা সবাই দাঁড়াবে
আইনের কাঠগড়ায়।
 
এমন আইন জারি থাকুক
বিশ্বের সকল দেশে,
এই ভুবনের ঘরে ঘরে
ইসলাম উঠুক হেসে।

Related posts

শূন্যের শাসন

কোটা আন্দোলন

তোমার আলো