১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস

 উনিশশো একাত্তরে বীর বাঙালিরা প্রাণ বিসর্জনে করেছিল যুদ্ধ,
যুদ্ধের কাহিনী শুনলে এখন মোদের শ্বাস হয়ে যায় রুদ্ধ।
লাল-সবুজের পতাকা আনতে বাংলার বীর সেনারা দিয়েছিল তাদের তাজা রক্ত,
সন্তান হারানোর বেদনায় শত মায়ের চোখে নীরবে অশ্রু ঝরেছে তবুও মায়ের মন রয়েছিল শক্ত।
 
উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে বাঙালি লাখো শহীদের আত্মদান,
বাংলাকে এনে দিয়েছিল গৌরবময় বিজয় অর্জন।
শপথ নিয়ে যুদ্ধ করেছিল বাংলার বীর সেনারা ভয় পায়নি মোটে,
তাদের আত্মত্যাগে আজ মোদের মুখে বিজয়ের স্লোগান ফোটে।
 
উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে বাংলার বীর সেনারা দিয়েছিল প্রাণ,
বিজয়ের দিনে তাই তো বাঙালিরা তাদের প্রতি করে শ্রদ্ধা নিবেদন।
বিজয়ের মূল্য অনেক দামী মোটেও  সহজলভ্য নয়,
বীর বাঙালিরা বিজয় এনেছিল ত্রিশ লক্ষ প্রাণ ও মা বোনদের সম্ভ্রমের বিনিময়।
 
উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে অনেকে হারিয়েছিল কোলের শিশু অনেকে হারিয়েছিল প্রাণ,
অবশেষে পাক’সেনারা বাংলার বীর সেনাদের কাছে পরাজয়ে করেছিল আত্মসমর্পণ।
 
বিজয় দিবস রক্তে ভেজা বীর শহীদের স্মৃতি,
বিজয় নিয়ে আজকে লেখা আমার সামান্য অনুভূতি,
বিজয় মাখা ফুলের পাতায়,বিজয় সবুজ ঘাসে;
বছর ঘুরে তাই তো (১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস) এদিন বারেবারে আসে।

Related posts

শূন্যের শাসন

কোটা আন্দোলন

তোমার আলো