নাটের গুরু

পৃথিবীর মঞ্চে কতো নাটক রচে যায় চোখের সমুখে।
আমরা কেবল দর্শক, অবভাসটাই দেখি;
সত্তার সত্য সন্ধানে বিমুখ থাকি।
 
মেহেদী পাতার সবুজটাই দেখি,
ভেতরের রহস্য খুঁজি না,
অথচ কতো রক্তকণা ক্ষরিত হয় এখানে!
 
অক্ষির চেয়ে সিসি ক্যামেরা আর কি বা হতে পারে?
হৃদয়ের চেয়ে আদালত কি বা আছে বলো?
বিবেকের চেয়ে শ্রেষ্ঠ বিচারক আর কে বা হয়?
অথচ মুখোশের বীভৎসতা আমরা দেখতে পাই না।
 
মসজিদে, মন্দিরে, প্যাগোডায় মৌলভী-পুরোহিত
জপে খোদা,ঈশ্বর,ভগবানের কীর্তন,
নীতির বুলিতে আড়ষ্ট করে বিবেক কতো ধর্মভীরু।
 
ঘাতক,খুনি-হোতা জনগণের নেতা আজ
সমাজে সাজে মানবতার সেবক,
অথচ কাঙালের ধন লুটে,পাপ ঝাড়ে কাঙালের ঘাড়ে।
আমরা কেবল চায়ের চুমুকে ভুলে যায়,
সেবকের যত্তসব কুকীর্তি।
 
এ সমাজ নামের চিত্রনাট্যে দেখি জুলুমের নির্মূলে,
নায়কের সংগ্রাম।
এটা বড় অন্যায়,অপরাধ হয়ে ওঠে ভিলেনের চোখে।
 
অতঃপর,প্রশাসনও পা বাঁধে ভিলেনের চালে,
বেকসুরে খালাস পায় খুনি-হোতা,
পরিশেষে বলি হয় প্রতিবাদী কন্ঠস্বর।
 
আমরা কেবল ‘এটিএম-ফরিদী’কেই দেখি চিত্রনাট্যে,
অথচ সমাজচিত্রে দেখতে পায় না ‘নাটের গুরু’ কে?
 

Related posts

শূন্যের শাসন

কোটা আন্দোলন

তোমার আলো