আযাবের ঐ কথা

আযাবের ঐ কথা শুনলে
শিহরে উঠে মন,
করবেনা তো কোনো গুনাহ্
করে সে তখন পণ।

দু’চোখ বেয়ে অশ্রু ঝরে
চাই যে সে কতো মাফ,
মহান রবের কাছে বলে
প্রভু করো যে মাফ।

প্রয়োজনে রবের সিজদায়
পড়ে সেতো লুটায়,
চোখের পানিই বয় যে নদী
সব কিছু ভুলে যায়।

আযাবের ঐ কথা শুনলে
শিহরে উঠলে মন,
শপথ করে করবেনা তো
গুনাহ্ আর এই জীবন।

কিন্তু আবার আযাবের ঐ
কথা গেলে ভুলে,
দেখা যায় যে জীবনটুকু
আছে পাপের মুলে।

কষ্টের কথা শুনেই যদি
সিজদা তুমি করো,
খুশির কথা শুনে পরে
অন্যায় আবার ধরো।

এমন সিজদা রবের কাছে
কভু হয়না কবুল,
ভালো কাজের শপথ করে
আবার করো যে ভুল।

Related posts

শূন্যের শাসন

কোটা আন্দোলন

তোমার আলো