একা

স্মৃতি গুলো আজ ভীষণ মনে পড়ে
অনুভূতিতে আঘাত এসেছে আবার
একলা দাঁড়িয়ে দেখছি সেই আকাশটাকে
আয়নার সামনে দাঁড়াতে পারি না আজও
সিগারেটের আগুনটা নিভে যাচ্ছে বারবার
সোডিয়াম বাতির নিচে ঘুমিয়ে আছি
নিরবতা ঘিরে ধরেছে আমায়
ঠান্ডা বাতাসের ছোঁয়া মনে করিয়ে দিচ্ছে তোমার স্মৃতি
কিন্তু স্মৃতির হিমঘর বলে দিচ্ছে আমি একা
ভোর হওয়ার পরও ঘুম ভাঙে না আমার
তবু্ও চোখটা রয়েছে খোলা
মনে শুধু তোমার ভাবনা
হারিয়ে গিয়েছ কোথায়?
আমায় করে একা

Related posts

শূন্যের শাসন

কোটা আন্দোলন

তোমার আলো