আকাশ আমায় বলছে ডেকে
একটু উদার হতে,
পবন আমায় দিচ্ছে শিক্ষা
চলতে সোজা পথে।
পাহাড় আমায় বলছে সদা
মহান মানুষ হবে,
ঝরণা বলে বিসর্জনে
দুখীর পাশে রবে।
নদী বলে স্রোতের মতো
তুলবে কাজে গতি,
কাজে কর্মে ধরার মাঝে
পাবে সুখের মতি।
ধরার মাঝে গাছপালা সব
থাকে পরের তরে,
পরের হিতে সেবা করলে
শান্তি আসে ঘরে।
নীল আকাশে চন্দ্র সূর্য
করে আলোর খেলা,
ধৈর্য ধরে জীবন যাপন
দেখায় আশার বেলা।