Home » বিজ্ঞানের বিজয়

বিজ্ঞানের বিজয়

আমিনুল হক জাহাঙ্গীর

কে বলে একা লড়ছে বিজ্ঞান, করোনার বিরুদ্ধে?

এত যে উপাসনা আর প্রার্থনা হচ্ছে মন্দিরে মসজিদে!

কারো নজরে পড়েনা সেসব?নাকি দেখেও দেখেনা,

সবার নজরে আর মননে এখন কেবলই এক করোনা।

আজও বিতর্ক চলে ঘরে বাইরে আর হাটে বাজারে,

কে বড়- বিশ্বাস নাকি প্রমান?তর্ক চলে তর্কের খাতিরে।

আমার বিশ্বাস আমার কাছে বড় তোমারটা কার কাছে,

সবার বিশ্বাস হয়না যে এক,তাহলে এর কি মূল্য আছে?

অপরাধ করে অপরাধী আর অভিযোগ করে বাদী।

সাক্ষ্য প্রমান খুঁজে উকিল সাব এজলাসে ছেড়ে গদি।

জজ সাব দেন সুচিন্তিত রায় সাক্ষ্য আর প্রমান দেখে,

বিশ্বাস সেথা মূল্যহীন বড়ো, তবুও কেউ কি শেখে?

বিজ্ঞান আজ জয় করেছে সব জলে স্থলে সব খানে,

শুধু কি আজও ব্যর্থই রয়েছে মানবের মন- মননে?

আজও মানুষের হৃদয়ে বসে আছে শুধু বিশ্বাস,

বিজ্ঞান সেথায় বড় অসহায় ফেলে যে নাভিশ্বাস।

বিজ্ঞান একাই লড়ছে গো আজ করোনার বিরুদ্ধে,

বিশ্বাসীরা করে উপাসনা শুধু মন্দিরে মসজিদে।

স্রষ্টা শুনেন কার কথা বলো বিজ্ঞান না বিশ্বাসের?

বিশ্বাস ফিরে খালি হাতে ঘরে জয় হয় বিজ্ঞানের।

কমছে কবিরাজ বাড়ছে ডাক্তার বিজ্ঞানের অবদানে,

ঝার ফুক বিদায় নিচ্ছে নিরবে পৃথিবীর সব খানে।

বিশ্বাস এখন সিঙ্গাপুরও যায় চিকিৎসা নিতে হায়,

এভাবেই দেখি বিজ্ঞান এগিয়ে আপনার মহিমায়।

Related Posts

error: Content is protected !!