ফিবোনাচ্চি রাশি
অদ্ভুত গাণিতিক ধারা
প্রকৃতির সবখানে
ছাপ রেখে যায় তারা।
পরম্পরা সংখ্যা
দুটো পদের যোগফল,
পরবর্তী পদ তার
সহজ ধারা অসীম চল।
সাহিত্য বিজ্ঞান একটি বিজ্ঞান ও সাহিত্যের সমন্বিত একটি ভিন্ন ধর্মী ম্যাগাজিন। যা নিয়মিত প্রকাশ হয়ে আসছে। পত্রিকা আকারে প্রকাশ হওয়ার পাশাপাশি বিভিন্ন লেখা সাহিত্য বিজ্ঞানের ওয়েবসাইটেও প্রকাশ করে থাকে। খুব অল্প সময়ের বাংলা ভাষার মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে ম্যাগাজিনটি। যে কোনো বয়সের লেখক ম্যাগাজিনটিতে লেখা জমা দিতে পারবেন। সাহিত্য বিজ্ঞান ম্যাগাজিনে বিজ্ঞান বিষয়ক বা যে কোনো লেখা, যেমন : গল্প, কবিতা, সাইন্স ফিকশন, প্রবন্ধ, ভ্রমণ প্রভৃতি পাঠাতে চাইলে আপনার লেখা সংযুক্ত করে নিচের ইমেইল ঠিকানায় পাঠিয়ে দিন। লেখার সঙ্গে অবশ্যই ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে হবে। ইমেইল- sahityabiggan@gmail.com