Home » আপানাকে যাই ভুলি

আপানাকে যাই ভুলি

প্রশান্ত কুমার বাছাড় , খুলনা

ক্ষণিক সময়ের মানব জীবন
করছি কত হেলা,
আলেয়ার পিছে ঘুরছি শুধু
খেলছি রঙের খেলা।
পদ্ম পাতার নীরের মত
হঠাৎই যাব চলে,
কিছুই নাহি সঙ্গে যাবে
যেতে হবে ফেলে।
মানুষ সে তো মূল্যহীন
মূল্য তার কর্মের,
সৃষ্টি  টুকু শুধুই  রবে
কর্মই হবে ধর্মের।
ভালোবাসার বন্ধনে রবে
সুখ জাগানিয়া স্মৃতি,
অপরের কল্যাণে বাঁধা রবে
প্রেম পুণ্য প্রীতি।
পরকে আপন ভেবে মোরা
আপনকে করছি পর,
মাতৃভূমিকে ভুলে যেয়ে
বিদেশে করি ঘর।
ন্যায় অন্যায় বিচার করি না
অহংকারের পথে চলি,
বিবেক বুদ্ধি বিকিয়ে দিয়ে
আপনাকে যাই ভুলি।
নিজেকে প্রকাশ করার জন্য
উপযাচক হয়ে,
কপর্দকশূন্য হয়ে পড়ি
চাটুকারিতায় যেয়ে।
বস্ এর কাছে জ্ঞানী সাজতে
ছলায় কলায় বলি
হীরা ফেলে কাঁচ নিয়ে
জীবনভর  চলি।
জেদেরবসে জ্ঞান হারিয়ে
সত্যকে করছি অপমান,
একে একে বিচ্ছিন্ন হয়ে
হারাচ্ছি নিজের মান।
জ্ঞানীর সম্মান জ্ঞানী করে
সর্বদা সে হয় পূজ্য,
জ্ঞানী লোকের অসম্মানকারী
সৃষ্টিকর্তা করে তারে ত্যজ্য।
মিথ্যা ভুলে ন্যায়ের পথে
সত্যের পথে চলি,
তোষামোদি ছেড়ে দিয়ে
আলোয় জীবন গড়ি।

Related Posts

error: Content is protected !!