Home » শূন্যের শাসন

শূন্যের শাসন

রুশো আরভি নয়ন

তুই কি জানিস,
শূন্য আসলে শূন্য নয়?
তার বুকের গভীরে থাকে
অগণিত গণিতের গাণিতিক সমাধান।
 
জলহীন মরু যেমন
একটি সমুদ্রের স্মৃতি ধরে রাখে,
তেমনি শূন্যও ধারণ করে
অসংখ্য ভর, অজস্র ওজন।
 
তুই কি দেখিস,
আমাদের চারপাশে এই শূন্যের মিছিল?
মানুষের শূন্য মুখ, শূন্য পকেট,
শূন্য আশা আর শূন্য বিচার।
 
নির্বাচন শেষে
কথার ঝড়ে খসে পড়ে শূন্য প্রতিশ্রুতি।
তবু শূন্যের রাজনীতি থামে না।
 
যে শূন্যের হাতে ক্ষমতা,
সে আঁকড়ে ধরে আকাশ
আর বাকি শূন্যেরা
ভেঙে পড়ে মাটিতে।
 
এই যে শূন্যের জয়-পরাজয়,
এরও তো এক শূন্য ইতিহাস আছে,
যেখানে মানুষ নেই,
শুধু শূন্য।

Related Posts

error: Content is protected !!