মোরা হরিজন!
মোদের নেই কোনো সম্মান।
মোরা নিপীড়িত জাতি,
মোদের ত্যাজ্য করেছে রীতি।
মোরা সাফ করে তাদের বসত,
রাত কাটাই নর্দমার খুপরি ঠাসত।
পরিস্কার রাখি শিক্ষা প্রতিষ্ঠান,
যেথায় ঠাঁই পায় না মোদের সন্তান।
তাদের শান্তির নিঃশ্বাস,
মোদের ঘামের উচ্ছাস।
মোরা উপহার দেই প্রসন্নতার ক্ষণ,
বিনিময়ে উৎসনায় ভেঙ্গে দেয় মন।
ভোগ করে মোদের হয় না জাত অবিনাশ্ব,
মোদের হাতের এক গ্লাস জল করে ধর্ম নাশ।
আর কত, আরো কত যুগ টিকিয়ে রাখবে বিভাজন,
মোরা বাচাঁর মত বাচঁতে চাই, চাই পরিত্রাণ।