দেশ জুরে কোটা নিয়ে আন্দোলন, চলছে অবিরত
তাদের উপর আক্রমন ,থাবা মারছে হায়নার মত।
এরা কারা ? আরে সবাইতো মোদের ভাই
কেন মারছো তাদের? কোটার যৌক্তিকতা নেই তাই ?
কোটার প্রয়োজন আছে না নাই,ভেবে দেখছে সবাই
ধৈয্যধরে মোকাবেলা কর,মারামারির তো কিছু নাই।
মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছে,তাদের সন্তানরা সুবিধা পাচ্ছে
আর রাজাকারের সন্তানরা ভাল হলেও পিছিয়ে যাচ্ছে ।
দেশের যত জ্ঞাণী-গুণী জন ভেবে বলেন কিছু কথা
এখন মুক্তিযোদ্ধা আর রাজাকার নাই,বিরোধ করছে অযথা।
নতুন করে এই স্বাধীন দেশে আর রাজাকার হবার সুযোগ নাই
তবে অসৎ লোকের আনাগোনা বেরেছে, পাচ্ছে উচ্চ মহলের ঠাঁই।
শিক্ষার্থীদের কোটা আন্দোলনে প্রাণ যাচ্ছে,এটা খুবই খারাপ দৃষ্টান্ত
সরকারকে তলিয়ে দেখতে হবে এর আদি আর অন্ত।
কোটা নিয়ে এমন আন্দোলন ভবিষ্যত প্রজম্ম মনে রাখবে
সরকারের আশু পদক্ষেপ,কোটা আনোন্দালনকারীরা পিছু হাটবে।
আমি দীপক ভদ্র ,সরকার আর আন্দোলনকারীদের বলে যেতে চাই
আলোচনার মাধ্যমে কোটা নিয়ে শান্তিপূর্ণ সমাধানের আর কোন বিকল্প নাই।
লিখেছেন: দীপক কুমার ভদ্র (তাং ১৬/০৭/২০২৪ ইং, রাত ১১.১৭ মি.)