খাঁচা সহ একটা পাখি
আনলাম আমি কিনে।
আদার পানি দেই পাখিরে,
খায় না পাখি কিছু।
একলা বসে আপন মনে,
চুপটি করে থাকে।
চেচামেচি করে না কভু,
করে না ডাকাডাকি।
ছোট্ট খোকা কাঁদে যখন,
পাখির কাছে নিয়ে যাই তখন।
হাত বাড়িয়ে পাখিটারে,
ধরতে যায় যখন।
পাখি উড়ে করে কোলাহল,
খাঁচার ভেতর হতে।
তাই না দেখে ছোট্ট খোকা,
চুপটি করে থাকে।
কয়দিন পরে আবার একটি,
পাখি আনলাম কিনে।
খাঁচার ভেতর দিলাম পুরে,
নতুন পাখিটিরে।
খাঁচার ভেতর দুটি পাখি,
আছে অনেক সুখে এখন।
আদার পানি খায় আরও,
গান করে যখন তখন।
ভোর বেলাতে পাখি করে,
কোলাহল চেচামেচি।
নানান রকম সুর করে,
আর করে ডাকাডাকি।
এভাবেই পাখি দুটো,
বড়ো হতে থাকে।
দেখতে সুন্দর পাখি দুটো,
বড়ো মিষ্টি লাগে।
সাগাই সোদর আসলে বেড়াতে,
পাখি দুটো তাদের নজর কাড়ে।
অবাক চোখে তাকিয়ে থাকে,
খাঁচার পাখির দিকে।
পাখি দুটো আছে এখন,
অনেক সুখে আরো।
খায় দায় আর গান করে,
তারা খাঁচার ভেতরে।
একদিন হঠাৎ কোন বা ফাঁকে
খাঁচার ভেতর হতে,
পাখি দুটো গেল উড়ে,
কোনো এক অজানা দুর দেশে।
অনেক ডাকার পরেও পাখি দুটো,
আসলো না আর ফিরে।
পাখি ছাড়া শূন্য খাঁচা,
রইলো পরে ঘরে।