Home » সাহিত্য বিজ্ঞান ম্যাগাজিন বিক্রির অর্থে সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল ব্যাগ

সাহিত্য বিজ্ঞান ম্যাগাজিন বিক্রির অর্থে সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল ব্যাগ

স্কুল ব্যাগ নেই, নেই কেনার সামর্থ্য সবুজের। কারণ সে একজন সুবিধাবঞ্চিত শিশু। সবাইকে স্কুল ব্যাগ নিয়ে বিদ্যালয়ে যাওয়া দেখলেও তার নেই একটি স্কুল ব্যাগ।

সুবিধাবঞ্চিত শিশুটিকে স্কুল ব্যাগ উপহার দিল সাহিত্য বিজ্ঞান ম্যাগাজিন। শিক্ষা উপকরণটি ম্যাগাজিনটির বর্ণ সংখ্যার বিক্রিত অর্থ থেকে ক্রয় করা হয় বলে জানা যায়।

সোমবার (৬ ফেব্রুয়ারি, ২০২৩) সকাল ১০ ঘটিকায় সিরাজগঞ্জে শিশুটিকে স্কুল ব্যাগটি উপহার দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সাহিত্য বিজ্ঞান ম্যাগাজিনের নির্বাহী সম্পাদক দীপংকর ভদ্র দীপ্ত।

এক বছর ধরে বাজারে এসেছে ম্যাগাজিন সাহিত্য বিজ্ঞান। ম্যাগাজিন প্রকাশের আগে থেকে সম্পাদনা পরিষদ ঘোষণা দিয়ে আসছিল যে, ম্যাগাজিন বিক্রির অর্ধেকের বেশি লভ্যাংশ সুবিধাবঞ্চিত শিশু ও অসহায় মানুষের জন্য ব্যয় করা হবে।

এর অংশ হিসেবে প্রতি সংখ্যার বিক্রির লভ্যাংশ থেকে সুবিধাবঞ্চিত শিশুদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

ম্যাগাজিনটির নির্বাহী সম্পাদক দীপংকর ভদ্র দীপ্ত জানান, ‘আমার অনুরোধ থাকবে সবাই যেন ম্যাগাজিনটি ক্রয় করে। কারণ পৃষ্ঠপোষকতার অভাবে অনেক ম্যাগাজিন বেশি দিন বাজারে টিকে থাকতে পারে না। তাই সকলের সহযোগিতা প্রয়োজন।’

Related Posts

error: Content is protected !!