Home » শান্তি

শান্তি

মোহাম্মদ ইলিয়াছ

দূর দিগন্ত ছাড়িয়া, যাব আরো দূরে
দূর সীমান্ত মাড়িয়া যাব না হয় হারিয়ে।
অচেনা কোন পরিবেশে নিজেকে নিব মানিয়ে,
হইতো বা হব ভব ঘুরে।
এই চেনা জানা, এই পরিবেশ লাগছে না আর ভালো,
অজানাকে জানান দিব ছড়িয়ে নিজের আলো।
প্রতিদিন একই মুখ, একই কথা শুনতে আর চাই না,
একই অজুহাত দিতে দিতে ক্লান্ত দেহ খানা।
দূরে বহুদূরে! যেতে চাই এখনি একবার হারিয়ে,
যায় যদি তবে, আনতে পারবে না আর কেহ ফিরিয়ে।
শান্তি শান্তি শান্তি চাই, শাস্তি থেকে চাই মুক্তি,
হয়ত কোন এক কারণে পারিনি দেখাতে যুক্তি।
তাই হারিয়ে যেতে চাই, দূর দিগন্ত ছাড়িয়া বহুদুরে,
সে তাই গাইবো গান সুখ পাখির সুরে।
অনন্তকাল ধরে রইবো পড়ে, সেই দূর দিগন্ত,
শান্তি শান্তি শান্তি,হব পাখির মত উড়ন্ত।

Related Posts

error: Content is protected !!