আমি ছাত্র,
বিশ্বজুড়ে পাঠশালাতে শিখি দিবা রাত্র।
আমি ছাত্র,
আমার মধ্যে ন্যায়ের যেমন কোমলতা
অন্যায়ে আছে ব্যাপক কঠোরতা।
আমি ছাত্র, আমি শান্ত কভু অশান্ত।
আমি ছাত্র, আমি বিদ্রোহ!
আমি পিতা-মাতা, দেশ ও সমাজের স্বপ্ন।
আমি ছাত্র,
আমি এক বিশাল ইতিহাস
আমি ন্যায়ের অধিকার প্রতিষ্ঠার দাবীতে,
করে ফেলি সব নিঃশেষ।
আমি ছাত্র,
আমি বায়ান্ন, আমি একাত্তর
আমি আঁধারের বুক চিড়ে কেড়ে আনি নতুন ভোর।
আমি ছাত্র,
আমি পুষ্পের মতো পবিত্র
আমি বাংলা মায়ের দামাল ছেলে,
দেশের সেবায় নিজেকে রাখতে চাই ব্যস্ত!
আমি ছাত্র,
আমি হতে চাই দেশ ও সমাজের আদর্শ।