Home » নামাজের পরিবেশ

নামাজের পরিবেশ

মুহম্মদ আমির উদ্দিন, গাজীপুর

অতি পরিপাটি মসজিদগুলো আজ,
দেখা যায় তাতে উত্তম কারুকাজ;
সেই ঘরে পড়ে লোক দেখানো নামাজ,
তাতে বসে গল্প গুজব চলে আজ;
অতি পরিপাটি মসজিদগুলো আজ,
সেই ঘরে পড়ে লোক দেখানো নামাজ।।
যাদের আদৌ খোদাভীতি কারো নাই
এমন আজব মোতাওয়াল্লী তাই
মসজিদে মসজিদে আজ দেখা যায়
ছিরত-ছুরতে মুসলমান সবাই
খোদাকে ঠকিয়ে নামাজে দাঁড়ায় আজ।
অতি পরিপাটি মসজিদগুলো আজ
সেই ঘরে পড়ে লোক দেখানো নামাজ।।
প্রকৃত নামাজ কেউ তো পড়েনা আজ,
তাইতো সমাজে দেখিনা এখন লাজ;
ধর্মে নামাজ হলো সে প্রথম কাজ,
আসল নামাজ সমাজে দেখিনা আজ।
অতি পরিপাটি মসজিদগুলো আজ,
সেই ঘরে পড়ে লোক দেখানো নামাজ।।
সুদ-ঘুষ যত হারাম টাকায় গড়ে
মনি কাঞ্চন মূল্যবান যে হীরে-
মানিক খচিত যেই মসজিদটারে
তৈরি করেছে যেসব মানুষে আজ,
তারা পড়ে সেই লোক দেখানো নামাজ।
অতি পরিপাটি মসজিদগুলো আজ,
সেই ঘরে পড়ে লোক দেখানো নামাজ।।
সব দেখি চেলা-চামুন্ডা শয়তানের,
অধিবাসী হবে টারা জাহান্নামের ;
চেলা-চামুন্ডা সব আসামী খুনের
সুন্নত খুনে ভান ধরেছে ঘুমের;
ফল ভোগ কর জাহান্নামের আজ।
অতি পরিপাটি মসজিদগুলো আজ,
সেই ঘরে পড়ে লোক দেখানো নামাজ।।
যত শান গাই কেউ তা শুনে বা নাই,
তাতে ব্যথা নাই ইহা শুনলে সবাই
দুজনেই মনে অনেক তৃপ্তি পাই;
আমারই মতো বহু শান গায় আজ।
অতি পরিপাটি মসজিদগুলো আজ,
সেই ঘরে পড়ে লোক দেখানো নামাজ।।
আমি শুধু চাই মুর্শিদী কদমের ধুলি
পূর্ণ করবো আমি ভিক্ষার ঝুলি
পাগল হয়েছি সব মোহ ভুলি আজ।
অতি পরিপাটি মসজিদগুলো আজ,
সেই ঘরে পড়ে লোক দেখানো নামাজ।।

Related Posts

error: Content is protected !!