Home » তিস্তা বাঁচাও নদী বাঁচাও

তিস্তা বাঁচাও নদী বাঁচাও

মোঃ জাবেদুল ইসলাম

তিস্তা বাঁচাও নদী বাঁচাও
বাঁচাও মোদের দেশ।
আর কতকাল করবো লড়াই,
তিস্তা নদীর সাথে?
সহায় সম্বল হারিয়ে গেছে,
তিস্তা নদীর কুলে।
যে দিকে তাকাই, বার বার তাকাই,
শুধু ধুধু বালি চর সাদা।
পিপাসায় মোর বুক ফেটে যায়,
কোথাও নাই এতটুকু জল।
তিস্তার বুকে মাছ ধরে,
জীবন বাঁচায় অনেক।
তা-ও বুঝি হয় না আর,
জল গেছে আজ কমে।
পদ্মা সেতু হ্য় নির্মাণ,
নিজের দেশের টাকায়।
তিস্তা খনন হয় না কেন,
বাংলাদেশের টাকায়?
বাপের বেটি শেখ হাসিনা,
যদি সাহস করে।
তবেই হবে তিস্তা খনন,
হাসবে কৃষক, বাঁচবে ফসল।
সোনার বাংলাদেশে।

Related Posts

error: Content is protected !!