অনিবার্য প্রাসঙ্গিক স্তরে
ঝরে সময়ের কাহন,
সময়ের ব্যক্ততা উচ্চস্বরে—
নীরব নিঃসরণ বাহনে।
সমাজকূল প্লাবিত অসংগতি,
কু-নীতি,দুর্নীতি চর্চায়,
মনিব পক্ষ,ক্ষমতাধর
দান-দয়ার কথার বন্যায়।
নিত্য-আহার্য দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি
নিম্ন,মধ্যবিত্তের নাভিশ্বাস,
অসহায়-দুঃখীর দুর্গতি চু-চূড়ায়
যাপিত জীবনে ব্যথারচাষ।
কতো দিনদয়ালু দিনেরসাগর-
বহিছে সদা পারিপার্শ্বেকে
প্রশস্তহাতে করো মানবিকতা
বাঁচুক প্রাণ নির্বিশেষে।
জাগ্রত করো বিবেক-নীতি
মূল্যবোধ অবক্ষয়ে সজাগ-প্রীতি
বিস্তৃত কুপন্থার বেড়াজাল
করো ‘বঙ্গ’ সর্ব-মিনতি।
আশারপ্রদীপ জ্বেলে দাও
সন্মুখপানে এগিয়ে যাও ,
নির্লিপ্ততা নয় সহমর্মিতা
আরম্ভে শপথ নাও।