কষ্টের টাকা হয়না নষ্ট
বরকত আরো বাড়ে ,
ঘুষের টাকা ধ্বংস হয়
অতি শীঘ্র করে ।
কষ্টের টাকা জোড়ে কেউ
নিবেন না বেহাত করে ,
সৃষ্টি কর্তার অসীম দৃষ্টি
ছাড়বে নাতো তারে ।
হক আদায়ে তাদের তরে
ন্যায্য পাওনা দিবেন ,
হকটা তাদের ঠকালে যে
নিজেই বেশি ঠকবেন ।
অবৈধ টাকায় বাহাদুরি
রংতামাশা ছলচাতুরী
বেশি দিনের নয় ,
বৈধ টাকার নাই জমিদারি
ভেবে চিন্তে রাস্তা পারি
এটাই সত্যি হয় ।