Home » ব্যথিত নীলাভ চোখ

ব্যথিত নীলাভ চোখ

মোঃ মাইদুল সরকার, চট্টগ্রাম

আজকের মতো সূর্য ডুবেছে পৃথিবীর পর

কে ভেসে থাকে মোর হৃদয় ধ্বনী তেজ্যোস্নার ভিতর

তোমারে ভুলে নিকো ফাল্গুন রাতের চাঁদ

যেমন করে মনে রেখেছ তুমি-সেই যুবকের

ব্যথিত নীলাভ চোখে ব্যর্থতার স্বাদ।

কাদছে অবিরল জলার মাঠে শিরিষ ডালে

পৌষ নীশিতে একলা এক পাখি

ভালোবাসার মানুষ কখনোবা গভীর গোপনে

ভালবাসে দিতে গোলাপী গোধূলী তেফাকি।

এই পৃথিবীর সময় জানে-

তুমি নক্ষত্রের অপার বিস্ময়, জানেনা যুবক তাই;

খুজে ফিরে হালভাঙ্গা জাহাজের স্তুপে

হায়! মোমের আলো আধারে চিরকাল জ্বলে যায় চুপে।

অবশেষে ক্লান্ত হয়; ক্লান্ত হতে হয় তারে

মোহ যার কেটে যায় ধূসর কুয়াশায়

আপনারে অবেলায় অজানায় হারানোর নেই খাদ

জানিয়াছে সে সত্যি- এ জীবন অপার অগাধ।

Related Posts

error: Content is protected !!