স্পর্শ টুকু থাক বাকি
শুধু হোক চোখের দেখাদেখি
নামহীন কবির উপন্যাস পড়ে থাক অনাদরে….
শুধু স্পর্শ টুকু বাকি থাক
শব্দেরা নির্বাক হয়ে যাক।
ভোরের গাঙচিলের ঝাঁকের ডানার গন্ধে প্রেম লুকিয়ে থাক-
ঝাউয়ের বনে জঙ্গলি পাখির থেমে যাক
হিমাদ্রি পাদদেশে শিশির ঝরে যাক
স্পর্শ টুকু শুধু বাকি থাক।
ছেলেমানুষির ভুলভাল আবেগের মত
কবিতার ভুল ভাল শব্দেরা অক্ষত থাক-
হৃদয়ের জমা স্মৃতিরা হৃদয়ের সখ্যতা পাক
ধানসিঁড়িটির জলে অতীতেরর ধোয়ামোছা স্মৃতি গুলো
একটি পরিপূর্ণ দিনের মত পূর্ণতা পাক।
স্পর্শ টুকু বাকি থাক।
হৃদয় শুধু চুপ চাপ থাক।।