Home » দখিন দুয়ার

দখিন দুয়ার

আশিকা মোল্লা, পশ্চিমবঙ্গ

বহুকাল পরে আজি
    দখিন দুয়ার খোলা,
বাতাস বৃথা বহিলেও
     হৃদয়ে দেয়নি দোলা।
 
শেষ দিন হতে, যবে
       বন্ধ হল কপাট।
গগণ হতে গিয়েছে চলি,
      পক্ষী কোলাহলের বিভ্রাট।
 
জটিলতায় ভরে আছে
        জীবন বীণার সুর,
তবুও বেদনা সইতে পারে
         হৃদয়ের অন্তঃপুর।
 
দ্বার হতে আজ
    গগন পানে চাই,
ভরা বসন্ত মাঝে
    নবরূপের দেখা পাই।

Related Posts

error: Content is protected !!