মেদেনীর বন্ধন হবে ছেদন
যেদিন আসবে মরণ।
আপন গণে ব্যথাতুর মনে
করবে সেদিন ক্রন্দন।।
স্ত্রী সন্তান মা বাবা ভাই বোন
করবে রোনাজারি।
আমার কথা ই বলবে সবাই
কেঁদে নয়ন হবে ভারি।।
আমার সাধের রং বেরঙের
কতো জিনিস পড়ে রইবে।
সবাই দেখবে যখন কাঁদবে তখন
অশ্রু নয়নে বহিবে।।।
বাঁশের বনে সব আপন জনে
আমার করব খুড়বে।
গোসল দিয়ে পালকি চড়িয়ে
আমার নিয়ে যাবে।।
মসজিদের মাইকে এলাহান হবে
আমার নামে বারে বারে।
দূর সফরে ছাড়তে মোরে
আসবে সব ত্বরা করে।।
থাকব না যেদিন প্রিয়তম সেদিন
আমার তুমি খুঁজবে।
আমি বিহীন কেমন কাটবে দিন
সেদিন তুমি বুঝবে।।
ওগো আমার তুমি খুঁজবে।।।