Home » কবিতা আমার পরম বন্ধু

কবিতা আমার পরম বন্ধু

মাধব ব্যানার্জী

আমি বহু লেখকের কবিতা পড়ে,
প্রত্যহ অনেক কিছুই শিখি।
তাদের লেখায় অনুপ্রাণিত হয়ে,
কবিতা আমি লিখি।।

আমি মনের আনন্দেই কবিতা লিখি,
তবে নয়তো বিখ্যাত কবি ।
শুধু ছন্দে ছন্দে লিখতে চাই,
আপন, জীবন সংগ্রামের ছবি।।

কবিতাই আমার বাঁচার প্রেরণা,
কবিতা জীবনানন্দ।
আমি কবিতার মধ্যে খুঁজে বেড়াই ,
প্রকৃত বাঁচার ছন্দ।।

কবিতা আমার অবসর কালের,
একান্ত আপন সখা।
কবিতাই আমার জীবন সঙ্গী,
নয়তো আমি একা।।

কবিতা আমার ভগ্ন হৃদয়ে,
জাগিয়েছে প্রেমের নেশা।
পথ প্রদর্শক হয়ে দেখায় সদাই,
সঠিক পথের দিশা।।

তাই তো কবিতা আমার পরম বন্ধু,
জাগ্রত ভগবান।।
কবিতাই আমায় দিয়েছে খ্যাতি,
কবি রত্ন সম্মান।

Related Posts

error: Content is protected !!