চঞ্চল মনকে শান্ত করতে কতই না চেষ্টা সবার
কিছুতেই বাঁধতে পারে না, ছুটে চলে বার বার ।
আলোর গতির চেযেও দ্রুত চলে মনের গতি
ইচ্ছে করলেই থামানো যায়,কেইবা চিন্তা করে সেটি?
সুস্থির মনকে প্রশ্ন করলে জানা যাবে তার উত্তর
কি সে চায়,কেন ছুটে চলেছে এদিক ওদিক?
কিন্তু কিভাবে স্থির হবে মন,চিন্তা হবে সঠিক
সবসময় পজিটিভ চিন্তা না করলে হবে যে বেঠিক।
সুচিন্তিত মনে যদি পজিটিভ চিন্তা করা যায়
মন তখন স্থির হবে, যা চায় তাই পায়।
পজিটিব চিন্তায় আসে শরীরে পজিটিভ এনার্জি
সেই শক্তি দিয়ে বশ করতে পারি ,ধরতে পার বাজী ।
সূর্যের তেজও শরীরের নেগেটিভ এনার্জি দূর করছে
ভাবতে হবে চারিদিকে পজিটিভ এনার্জি ঘুরছে ।
আত্মবিশ্বাস মনের উপর যথেষ্ট প্রভাব ফেলে
কিভাবে মনস্থির করবে,নিজেকে চিনতে না পারলে ?