Home » ভূত-ভবিষ্যত

ভূত-ভবিষ্যত

ধনঞ্জয় বন্দ্যোপাধ্যায়

হারিয়ে যাওয়ার ভয়ে
পাশেই রাখি পাশেই থাকি
কাছাকাছি ।
একসাথে বেড়ে উঠি
এক গ্রাম-শহরে থাকি
পাশা পাশি ।

চেনা মানুষ অচেনা হয়ে যায়
চেনা পথ পাল্টে যায় ।
কতই দেখি কতই শুনি,
কতো কিছুই যায়না জানা।
মানুষে টাকা রক্ত খায়।
কখন কার মাথা যায় ।

ইঁদুর থেকে বাঘ
বাঘ থেকে ইঁদুর ।
হয় না কেউ অবাক
মানুষ শুধুই নির্বাক ।

সব কিছুই অনিশ্চিত।
আমি ভালো নেই।
আমরা ভালো নেই
এটাই আমাদের ভূত- ভবিষ্যত !

Related Posts

error: Content is protected !!