Home » স্বাধীনতা তুমি এসো

স্বাধীনতা তুমি এসো

নওরিন শামান্তা, নিটার

স্বাধীনতা তুমি এসো,
গোধূলির ম্লান আলো মেখে,
সহস্র সমাধির ভিজে মাটি ছুঁয়ে
তুমি এসো।

এই গাঢ় তিমিরে বজ্র হয়ে নামো;
রক্তস্নাত হয়ে,লাখো বাঙালির সাহস হয়ে তুমি এসো।
আজ রুক্ষ প্রান্তরে তুমি বৃষ্টি হয়ে ঝরো,
এই ঘোর অমানিশায় জ্যোতির্ময় হয়ে এসো।

স্বাধীনতা তুমি কান্না থামিয়ে দাও লাখো জননীর;
পূর্ণিমার চাঁদ হয়ে আলোকিত করো আমার মাতৃভূমি।
দুর্নিবার হয়ে আগ্রাসী অসুরের বিনাশ করতে এসো;
নরাধম ঘাতকদের বুলডোজার রুখে দাঁড়াও,
চূর্ণ করো তাদের স্টেনগান।

হে স্বাধীনতা,
আমার মা-বোনের হাসি ফিরিয়ে দাও।
ঘরের ছেলেকে ঘরে ফিরে যেতে দাও।
আমরা প্রতিক্ষমাণ তোমার আস্বাদন নেব বলে,
তুমি আসলেই অবসান হবে এত হাহাকারের।

হে স্বাধীনতা,
সকল নৃশংসতার ইতি টেনে,
উজ্জ্বল দিবালোকে আজ ঘরে ঘরে উৎসব নিয়ে এসো।
বিশাল অন্তরীক্ষের নিচে একটুকরো অনন্য মানচিত্র নিয়ে এসো।

Related Posts

error: Content is protected !!